সোমবার, ১২ ডিসেম্বর, ২০১৬

মানবতা ও শের আলী

এম.রেজাউল করিম রকি
হায়রে মানবতা তুমি আজ হয়েছ মানব ব্যাথা,
তোমারই শূন্যতায় জ্বলছে আরকান রুহিঙ্গা।

ঐদিকে জ্বলে মসজিদ বুদ্ধ বাঁধে মন্দির,
এখানে সন্তান সহ আত্নহত্যা করছে এক মা ফেনী'র।
মানবতা হারিয়েও মোরা করি মানবতা খোঁজ,
নোবেল জয়ী সূ-চী কুত্তি দিন দিন  হয়ে যাচ্ছে অবুঝ।

মানবতা কাকে বলে শিখে নে সূ-চী
দেখে মোদের শের আলী,
রামুতে হইল একসিডেন্ট কার না কার সন্তান নিয়ে ছুটছে ভাই শে-রে আলী।
ইহাই মানবতার দৃষ্টান্ত ইহাই বিরল,
সূ-চী তোকে সইতে হবে এই নির্যাতনের সব ধকল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন