বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০১৬

তাজ মহল

এম,রেজাউল করিম রকি
চাঁদ কুমারী তাজরে আমার এস এই বুকে,
প্রেমের বন্যা বইছে দেখ রকি'র এই বুকে।
আকাশে নীলিমার পরে নীলিমা, ভাসে মেঘের ভেলা,
বলাকা হয়ে উড়ব দু'জন মেলে দেব ডানা
ভালবাসার রোদে হাঁটব দু'জন বইবে সুখের মেলা।
তোমায় নিয়ে গড়ব আবার নতুন তাজমহল,
রকি'র প্রেমের থাকে যেন দৃষ্টান্ত অবিরল।
হব মজনু তোমার প্রেমের হব দেবদাস,
এই প্রার্থনা খোদার কাছে ফেলি দীর্ঘশ্বাস।
চির অমর তুমি শাহজাহান গড়িয়া তাজমহল,
আমি ও হব অমর ভালবাসিয়া মজনু চন্ডিদাস অবিকল।
প্রেম যমুনা আমার বুকে তীরে তোমার তাজমহল,
প্রেম যমুনার ঢেউ দিয়ে ভিজাব তোমার চরণ।
গৌধুলীর নীলিমা তুমি আজ,
পাখি হয়ে তোমার বুকে উড়ব শুধু তাজ।
মিনতি জানাই তাজরে আমার বলনা ভালবাসি,
এই বাণীটি শুনতে তোমার কৃষ্ণাপুরে আসি।
<><>রচনাকালঃ০৪/১০/২০০৬ইংরেজী<><>

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন