বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০১৬

তাজ মহল

এম,রেজাউল করিম রকি
চাঁদ কুমারী তাজরে আমার এস এই বুকে,
প্রেমের বন্যা বইছে দেখ রকি'র এই বুকে।
আকাশে নীলিমার পরে নীলিমা, ভাসে মেঘের ভেলা,
বলাকা হয়ে উড়ব দু'জন মেলে দেব ডানা
ভালবাসার রোদে হাঁটব দু'জন বইবে সুখের মেলা।
তোমায় নিয়ে গড়ব আবার নতুন তাজমহল,
রকি'র প্রেমের থাকে যেন দৃষ্টান্ত অবিরল।
হব মজনু তোমার প্রেমের হব দেবদাস,
এই প্রার্থনা খোদার কাছে ফেলি দীর্ঘশ্বাস।
চির অমর তুমি শাহজাহান গড়িয়া তাজমহল,
আমি ও হব অমর ভালবাসিয়া মজনু চন্ডিদাস অবিকল।
প্রেম যমুনা আমার বুকে তীরে তোমার তাজমহল,
প্রেম যমুনার ঢেউ দিয়ে ভিজাব তোমার চরণ।
গৌধুলীর নীলিমা তুমি আজ,
পাখি হয়ে তোমার বুকে উড়ব শুধু তাজ।
মিনতি জানাই তাজরে আমার বলনা ভালবাসি,
এই বাণীটি শুনতে তোমার কৃষ্ণাপুরে আসি।
<><>রচনাকালঃ০৪/১০/২০০৬ইংরেজী<><>

শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০১৬

রক্ত জবা'র লেখা

এম,রেজাউল করিম রকি

মগ্ন ছিলাম উপন্যাসের পাতায়
লাগছিল না ভাল তাই,
অন্তর জ্বলে যায়,
তোমারই আশায়,
কষ্ট বয়ে শুয়ে শুয়ে রইলাম বিছানায়।
তোমাকে দেখিনা তাই।

হটাৎ দেখি লাল জবা হাতে,
আসছিল মোর ভাই বলিল মগো-
তোমার জন্যের পাঠিয়েছে নাও হাতে।
অধীর আগ্রহে নিলাম হাতে ফুল চোখ বুলিয়ে-
দেখিলাম তাতেই লেখাছিল I love You,
অন্তর জ্বলে যায়
তোমাকে দেখার ইচ্ছা তাই।
পড়ে তো আমি অবাক কে দিল এই ফুল?

অপূর্ব তার লেখা মনচায় তাকে জনম জনম দু'টি-চোখের তারাতে হারাতে আমার,
পাপড়িতে লেখা দেখে বুঝি সে যে আমার কত শত- বছর আগের বলিতে পারিনা লাজে।
আমি যে তাকে ভালবাসি,
আমার প্রানের চেয়ে বেশি।

সে যে কেন আগে দিলনা সে এই ফুল,
হয় সে ভালবাসে আমায় এত বৎসর পরে।
আমিও যে ভালবাসি তোমায়,
সে যে আমায় পাগল করে দূরে কেন রয়?
সে যে আমার আত্ন্যা আমি বাঁচিনা থাকে ছাড়া।

বিঃদ্রঃ/এই লেখাটি সম্পূর্ণ আমার জীবন থেকে নেওয়া আপনাদের ভাল নাও লাগতে পারে। তার পরেও বলব সঙ্গে থাকুন। নতুন কিছু করার প্রত্যয় নিয়ে।


আপন হতে চাই

এম,রেজাউল করিম রকি
 তোমার মনে যখন ক্লান্তি নেমে আসবে,
ভেবে দেখ কত ভালবাসতাম আমি তোমায়,,
অসয্য বানী শুনে মলিন যখন হবে তোমার বদন,
মনে কর আমি তোমাকে কতখানী কাছে চায়।
আমি ভালবাসি তোমাকে তুমি ভুলনা আমাকে।

উপহাস শুনে যখন অশ্রু জমবে চোখের কোনায়,
তখন আমার হৃদয় হাহাকার,
তোমার অশ্রু মুছে দেবার।
তুমি যে অন্যের অধিকারী আসতে দেবেনা তোমায়
তাই ভেবোনা ভুলেছি তোমায়,
তুমি আসলেই পাবে আমায়।

তোমার বুকের সুখ আমি চাই,
সেই সুখে মিশে যেন একাকার হই।
পারিনা তোমার সাথে আপনার আপন হতে
ঘুম নামবে দু'চোখ জুড়ে তোমার যখন,
মনে রেখ আমি হব দু'চোখে স্বপ্ন তখন।

পারবনা ভুলিতে তোমায়,
তুমি যতই দাও দুঃখ আমায়।
গাইবে যখন গান তুমি মধুর সুরে,
তখন হব কথা সুর তরঙ্গে।
ইচ্ছে আমার তোমার সাথে থাকি মিশে,
লতা যেমন জড়িয়ে রাখে বৃক্ষকে।

সাগর নদী যেমন করে মিশে,
তেমনি অযূত সম প্রতিক্ষার পর মিশে যেতে চাই তোমারই মাঝে।
চাই আপনার আপন হয়ে তোমার মাঝে হারাতে।

মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০১৬

কবিতা ও আমি

এম, রেজাউল করিম রকি
https://web.facebook.com/mrk.rocky.1?ref=bookmarks

আমি যাচ্ছি কবিতার বাড়ি,
কখনো হামাগুড়ি দিয়ে কখনো
বুকে ভর দিয়ে এ দীর্ঘ পথ পাড়ি,
দিতে গিয়ে কবিতার ছন্দ খুঁজে পাইনি এখনো।

কবিতা তুমি অপেক্ষায় থেক আমি আসছি,
পথে পথে ছন্দ খুঁজে শব্দ খুঁজে খুঁজে।
আমি এসেই তোমায় মাল্য দেব যা আমি রাখছি,
জানিনে তোর নাগাল পাব কি না ভাবছিলুম চোখ বুজে।

জীবনের মানে কি জানিনে কবিতা তবে এটা,
জানি তুমি আমার শেষের কবিতার পরের কবিতা।
কবিতার বাড়ি অনেক দূর বলে অবুঝ মনটা,
তোমায় নিয়ে লেখা "নিশিপ্রহর" অতীতের কথা।

আছে আরো "আমার গ্রাম" নেতার ধান্দা,
"রক্ত জবার লেখা" পড়লে বুঝবে আমার "আহত হৃদয়।
সে কি মজার ব্যাপার ছিল কবিতা তোমার হাতের রান্ধা!
এখনো স্বপ্ন তোমায় নিয়ে হবে কবিতা গান হবে জয়।

কোথায় কবি কোথায় কবিতা
এসবই আসলে মনের মিছে কল্পনা,
আমি আসছি শীগ্রি ওহে মনের মিতা
তোমায় নিয়ে ভাবছি শুধু কবি হওয়ার সম্ভাবনা।
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
রচনাঃ০৩/১১/২০১৬ইংরেজী রাত ১০.০০টা

সোমবার, ১২ ডিসেম্বর, ২০১৬

মানবতা ও শের আলী

এম.রেজাউল করিম রকি
হায়রে মানবতা তুমি আজ হয়েছ মানব ব্যাথা,
তোমারই শূন্যতায় জ্বলছে আরকান রুহিঙ্গা।

ঐদিকে জ্বলে মসজিদ বুদ্ধ বাঁধে মন্দির,
এখানে সন্তান সহ আত্নহত্যা করছে এক মা ফেনী'র।
মানবতা হারিয়েও মোরা করি মানবতা খোঁজ,
নোবেল জয়ী সূ-চী কুত্তি দিন দিন  হয়ে যাচ্ছে অবুঝ।

মানবতা কাকে বলে শিখে নে সূ-চী
দেখে মোদের শের আলী,
রামুতে হইল একসিডেন্ট কার না কার সন্তান নিয়ে ছুটছে ভাই শে-রে আলী।
ইহাই মানবতার দৃষ্টান্ত ইহাই বিরল,
সূ-চী তোকে সইতে হবে এই নির্যাতনের সব ধকল।

প্রথম ও শেষ

এম,রেজাউল করিম রকি

জীবনটা আমার হৃদয় কাইটা বানানো এক নাউ,
সেই নাউরেই পাল তুলিতে আঁচল খানা দাউ।
প্রেম ভূবনে তোমার জন্যে আমি এক কাঙ্গাল,
অভিমান ভুলে প্রিয়ে এবার তুলো প্রেমের পাল।

একটি সকাল না দেখিলে চোখে আসে জ্বল,
সেই দিনটি যেন সবই মিছে হারাই বুদ্ধি বল।
অনেক স্বপ্ন বুকে নিয়ে বাহক পাঠাইলাম,
তার সংবাদে সুখতো নয় দুঃখটাই পেলাম।


আমায় দেখলে হাস তুমি না দেখলে দাও উঁকি,
তোমার জন্যে নিতে পারি জীবনের সব ঝুঁকি।
প্রথম তুমি শেষ ও তুমি এটাই আমার পণ,
প্রয়োজনে তোমার জন্যে দেব এ জীবন।

অবহেলা যতই করো ভাসবো তবু ভালো,
আশা করি জ্বালাবে এবার ভালবাসার আলো।
সকাল থেকে সারাটা দিন শূন্যে ভাসে মন,
পরদিন আবার গুনি তোমায় দেখার ক্ষন।

গোবরে যদি পদ্ম ফোটে সমুদ্রে থাকে কূল,
একদিন আমায় চিনতে তুমি করবেনা কো ভুল।
কলম তোলার বেলায় আমার শেষ আঁকুতি,
কাছে ডাক ভালবাস এটাই মিনতী।

বিঃদ্রঃ-আমার অপ্রকাশিত কবিতার বই(নিশি প্রহরে কাঁদে আহত হৃদয়)থেকে যা প্রকাশের প্রক্রিয়াদিন রয়েছে। আমাকে এগিয়ে নিতে লাইক শেয়ার কমেন্টে কুরুন।



চাঁদ কুমারী

চাঁদ কুমারী

    এম,রেজাউল করিম রকি
চাঁদকুমারী কন্যা তুমি একটু দাঁড়াও
আমি তোমায় ভালবাসি বুঝে তুমা নাও।
তোমার প্রেমের পাগল এমন তাই নিলাম পিছু,
আমায় নিয়ে জেনে না শুনে করনা ওলট পালট কিছু।
আমি তোমায় ভালবাসি।

মিনতী জানায় তোমায় বল ভালবাসি,
তুমি আমার জান তাইতো ফিরে আসি।
রাখব তোমায় বুকে চিরদিন,
বুক চিড়ে দেখব ছবি তোমার প্রতিদিন।
আমি তোমায় ভারবাসি।

তোমায় নিয়ে গড়ব আবার একটা তাজমহল,
রকি'র প্রেমের থাকে যেন দৃষ্টান্ত অবিরল।
হব মজনু তোমার প্রেমের হব দেবদাস,
এই প্রার্থনা খোদার কাছে ফেলি দীর্ঘশ্বাস।
আমি তোমায় ভালবাসি।

বিঃদ্রঃ-আমার অপ্রকাশিত কবিতার বই,(নিশি প্রহরে কাঁদে আহত হৃদয়)থেকে যা প্রকাশের প্রক্রিয়াদিন রয়েছে।আমাকে এগিয়ে নিতে পড়ুন মন্তব্য দিন।

আমার কিছু কথা

আমার কিছু কথা

সু-প্রিয় পাঠক পাঠিকা,আমার অসংখ্য অপ্রকাশিত কবিতা আছে যাহা এই ব্লগে প্রকাশ করার ইচ্ছা নিয়ে এই প্রথম আমার নিজের নামে ব্লগ সাইট খুলিলাম। আমার সবকটি কবিতা ধারাবাহিক ভাবে প্রকাশ করব ইনশাহআল্লাহ। আমার সাথে যোগা-যোগ করতে Facebook ফ্রেন্ডস রিকোয়েস্ট দিন।email মোবাইলঃ০১৮১৫৩৬৭৩৩৫,
০১৯১৫৩৬৭৩৩৫,০১৬১৫৩৬৭৩৩৫,০১৭১৫৫১৩৯৫৯।