বুধবার, ৪ জানুয়ারী, ২০১৭

অসামাপ্ত ভালবাসা

অসমাপ্ত ভালবাসা
     এম,রেজাউল করিম রকি


আজ ১৪ই ফেব্রুয়ারি রকি মনে মনে ভাবছে,এতদিন পর্যন্ত যার পেছনে ঘুর ঘুর করছে তাকে বলে দেবে সে রেখাকে ভালবাসে।যেই ভাবা সেই কাজ রকি সকাল সাতটা হইতে অপেক্ষা করছে রেখার স্কুলে আসার পথ ছেয়ে। রেখা আসছেনা ভেবে ভেবে রকি সামনের দিকে এগিয়ে যায়।এগিয়ে দেখে আজ রেখা একটু ভিন্ন রকম সাজগোজ করেছে তাই একটু দেরি হচ্ছে। রকি রেখাকে দেখে সেটা বুঝতে সমস্যা হলনা। রকি ভাবে কি ব্যাপার রেখার হটাৎ এত সাজগোজ সেও কি কাউকে ভালবাসে আমার মত। আমাকে না অন্য কাউকে। রকি'র মন মরা হয়ে গেল। তবু রেখাকে ভালবাসার কথা বলবে, না হলে হয়ত রেখা হাত ছাড়া হয়ে যাবে,অন্য কাউকে ভালবেসে ফেলবে।রেখাও রকিকে আড় চোখে তাকিয়ে দেখে।রকিকে আজ একটু বেশি সুন্দর লাগছে, রকিও একটু অন্যরকম সাহেবি পোশাকে নিজেকে সাজিয়েছে।রেখাও রকিকে মনে মনে ভালবাসে কিন্তু কখনো নিজে থেকে বলেনি।যদিও তারা একই ক্লাসে পড়ে তার পরেও কেমন যেন ওদের ভিতরে অন্যরকম ভয় কাজ করে।যদি রকি রেখাকে ভাল না বাসে,রেখা রকিকে ভাল না বাসে। সম্পর্ক নষ্ট হবে তাই।রকি একটু এগিয়ে রেখা কেমন আছ? রেখা ভাল আছি।তুমি? রকি ভাল তবে একটু সমস্যা আছে।রেখা কি সমস্যা? রকি আমি একজনকে ভালবাসি কিন্তু বলতে পারছিনা।রেখা ভাবে আমি ছাড়া অন্য কেউ নয়তো মেয়েটা রেখা আনমনা হয়ে ঠায় দাড়িয়ে রইল।রকি এই রেখা এসো।আসছি হটাৎ কেমন জানি খারাপ লাগতেছে। কেন কি রকম লাগতেছে বল। না বলবনা চল রকি হাটতে হাটতে তোমার প্রেম কাহীনি শুনব।রকি রেখা তুমি কাউকে ভালবাস? হুম আমিও একজনকে ভালবাসি ভাবছি সে আমাকে ভালবাসে কিনা? এই রেখা বল বল কে সে।দেখাবি তো।রকি ভিতরে ভিতরে রেখার মত জ্বলছে,তবুউ কিছু বলতে সাহস হচ্ছেনা কারণ রেখা যদি অন্য কাউকে ভালবাসে। দু'জন কিছুক্ষন নিরব হয়ে রইল কেউ কাউকে কিছু বলছেনা। রেখা নিরবতা ভেঙ্গে রকি আসলে আমি তোমাকে।বল রেখা আমাকে কি? না বলবনা,বল বলছি। না মানে অন্যকাউকে ভালবাসলে তোমাকে খুব মিস করব। রকি তাই! আমার ও তো তাই মনে হয়।রেখা তাহলে চল আমরা দু'জন দু'জনে ভালবাসা বাসি খেলি। সেটা কি ভাবে। রকি বলেই দিল তুমি আমাকে ভালবাসবে,আমি তোমাকে ভালবাসব। তাহলে আমরা কেউ কাউকে হারাবনা। রেখা বল্ল বেশ তাহলে আমাদের সম্পর্কটা কি দাড়াল। রকির সহজ উত্তর প্রেমিক প্রেমিকা।রেখা তার মানে তুমিও আমাকে ভালবাস। হ্যাঁ। রকি আমিও তোমাকে ভালবাসি।আর এভাবেই তুমি আমাকে ভালবাসবে আমি তোমাকে।প্রতি বছর ১৪ই ফেব্রুয়ারি তোমার অপেক্ষায় থাকব। রেখা না শুধু ১৪ই ফেব্রুয়ারি নয় আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষায় থাকব। আর এটাই হবে তোমার প্রতি আমার কাছে আসার এক গল্প,অসমাপ্ত ভালবাসা।রেখা ঠিক ঠিক অসমাপ্ত ভালবাসা।

বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০১৬

তাজ মহল

এম,রেজাউল করিম রকি
চাঁদ কুমারী তাজরে আমার এস এই বুকে,
প্রেমের বন্যা বইছে দেখ রকি'র এই বুকে।
আকাশে নীলিমার পরে নীলিমা, ভাসে মেঘের ভেলা,
বলাকা হয়ে উড়ব দু'জন মেলে দেব ডানা
ভালবাসার রোদে হাঁটব দু'জন বইবে সুখের মেলা।
তোমায় নিয়ে গড়ব আবার নতুন তাজমহল,
রকি'র প্রেমের থাকে যেন দৃষ্টান্ত অবিরল।
হব মজনু তোমার প্রেমের হব দেবদাস,
এই প্রার্থনা খোদার কাছে ফেলি দীর্ঘশ্বাস।
চির অমর তুমি শাহজাহান গড়িয়া তাজমহল,
আমি ও হব অমর ভালবাসিয়া মজনু চন্ডিদাস অবিকল।
প্রেম যমুনা আমার বুকে তীরে তোমার তাজমহল,
প্রেম যমুনার ঢেউ দিয়ে ভিজাব তোমার চরণ।
গৌধুলীর নীলিমা তুমি আজ,
পাখি হয়ে তোমার বুকে উড়ব শুধু তাজ।
মিনতি জানাই তাজরে আমার বলনা ভালবাসি,
এই বাণীটি শুনতে তোমার কৃষ্ণাপুরে আসি।
<><>রচনাকালঃ০৪/১০/২০০৬ইংরেজী<><>

শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০১৬

রক্ত জবা'র লেখা

এম,রেজাউল করিম রকি

মগ্ন ছিলাম উপন্যাসের পাতায়
লাগছিল না ভাল তাই,
অন্তর জ্বলে যায়,
তোমারই আশায়,
কষ্ট বয়ে শুয়ে শুয়ে রইলাম বিছানায়।
তোমাকে দেখিনা তাই।

হটাৎ দেখি লাল জবা হাতে,
আসছিল মোর ভাই বলিল মগো-
তোমার জন্যের পাঠিয়েছে নাও হাতে।
অধীর আগ্রহে নিলাম হাতে ফুল চোখ বুলিয়ে-
দেখিলাম তাতেই লেখাছিল I love You,
অন্তর জ্বলে যায়
তোমাকে দেখার ইচ্ছা তাই।
পড়ে তো আমি অবাক কে দিল এই ফুল?

অপূর্ব তার লেখা মনচায় তাকে জনম জনম দু'টি-চোখের তারাতে হারাতে আমার,
পাপড়িতে লেখা দেখে বুঝি সে যে আমার কত শত- বছর আগের বলিতে পারিনা লাজে।
আমি যে তাকে ভালবাসি,
আমার প্রানের চেয়ে বেশি।

সে যে কেন আগে দিলনা সে এই ফুল,
হয় সে ভালবাসে আমায় এত বৎসর পরে।
আমিও যে ভালবাসি তোমায়,
সে যে আমায় পাগল করে দূরে কেন রয়?
সে যে আমার আত্ন্যা আমি বাঁচিনা থাকে ছাড়া।

বিঃদ্রঃ/এই লেখাটি সম্পূর্ণ আমার জীবন থেকে নেওয়া আপনাদের ভাল নাও লাগতে পারে। তার পরেও বলব সঙ্গে থাকুন। নতুন কিছু করার প্রত্যয় নিয়ে।


আপন হতে চাই

এম,রেজাউল করিম রকি
 তোমার মনে যখন ক্লান্তি নেমে আসবে,
ভেবে দেখ কত ভালবাসতাম আমি তোমায়,,
অসয্য বানী শুনে মলিন যখন হবে তোমার বদন,
মনে কর আমি তোমাকে কতখানী কাছে চায়।
আমি ভালবাসি তোমাকে তুমি ভুলনা আমাকে।

উপহাস শুনে যখন অশ্রু জমবে চোখের কোনায়,
তখন আমার হৃদয় হাহাকার,
তোমার অশ্রু মুছে দেবার।
তুমি যে অন্যের অধিকারী আসতে দেবেনা তোমায়
তাই ভেবোনা ভুলেছি তোমায়,
তুমি আসলেই পাবে আমায়।

তোমার বুকের সুখ আমি চাই,
সেই সুখে মিশে যেন একাকার হই।
পারিনা তোমার সাথে আপনার আপন হতে
ঘুম নামবে দু'চোখ জুড়ে তোমার যখন,
মনে রেখ আমি হব দু'চোখে স্বপ্ন তখন।

পারবনা ভুলিতে তোমায়,
তুমি যতই দাও দুঃখ আমায়।
গাইবে যখন গান তুমি মধুর সুরে,
তখন হব কথা সুর তরঙ্গে।
ইচ্ছে আমার তোমার সাথে থাকি মিশে,
লতা যেমন জড়িয়ে রাখে বৃক্ষকে।

সাগর নদী যেমন করে মিশে,
তেমনি অযূত সম প্রতিক্ষার পর মিশে যেতে চাই তোমারই মাঝে।
চাই আপনার আপন হয়ে তোমার মাঝে হারাতে।

মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০১৬

কবিতা ও আমি

এম, রেজাউল করিম রকি
https://web.facebook.com/mrk.rocky.1?ref=bookmarks

আমি যাচ্ছি কবিতার বাড়ি,
কখনো হামাগুড়ি দিয়ে কখনো
বুকে ভর দিয়ে এ দীর্ঘ পথ পাড়ি,
দিতে গিয়ে কবিতার ছন্দ খুঁজে পাইনি এখনো।

কবিতা তুমি অপেক্ষায় থেক আমি আসছি,
পথে পথে ছন্দ খুঁজে শব্দ খুঁজে খুঁজে।
আমি এসেই তোমায় মাল্য দেব যা আমি রাখছি,
জানিনে তোর নাগাল পাব কি না ভাবছিলুম চোখ বুজে।

জীবনের মানে কি জানিনে কবিতা তবে এটা,
জানি তুমি আমার শেষের কবিতার পরের কবিতা।
কবিতার বাড়ি অনেক দূর বলে অবুঝ মনটা,
তোমায় নিয়ে লেখা "নিশিপ্রহর" অতীতের কথা।

আছে আরো "আমার গ্রাম" নেতার ধান্দা,
"রক্ত জবার লেখা" পড়লে বুঝবে আমার "আহত হৃদয়।
সে কি মজার ব্যাপার ছিল কবিতা তোমার হাতের রান্ধা!
এখনো স্বপ্ন তোমায় নিয়ে হবে কবিতা গান হবে জয়।

কোথায় কবি কোথায় কবিতা
এসবই আসলে মনের মিছে কল্পনা,
আমি আসছি শীগ্রি ওহে মনের মিতা
তোমায় নিয়ে ভাবছি শুধু কবি হওয়ার সম্ভাবনা।
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
রচনাঃ০৩/১১/২০১৬ইংরেজী রাত ১০.০০টা