বুধবার, ৪ জানুয়ারী, ২০১৭

অসামাপ্ত ভালবাসা

অসমাপ্ত ভালবাসা
     এম,রেজাউল করিম রকি


আজ ১৪ই ফেব্রুয়ারি রকি মনে মনে ভাবছে,এতদিন পর্যন্ত যার পেছনে ঘুর ঘুর করছে তাকে বলে দেবে সে রেখাকে ভালবাসে।যেই ভাবা সেই কাজ রকি সকাল সাতটা হইতে অপেক্ষা করছে রেখার স্কুলে আসার পথ ছেয়ে। রেখা আসছেনা ভেবে ভেবে রকি সামনের দিকে এগিয়ে যায়।এগিয়ে দেখে আজ রেখা একটু ভিন্ন রকম সাজগোজ করেছে তাই একটু দেরি হচ্ছে। রকি রেখাকে দেখে সেটা বুঝতে সমস্যা হলনা। রকি ভাবে কি ব্যাপার রেখার হটাৎ এত সাজগোজ সেও কি কাউকে ভালবাসে আমার মত। আমাকে না অন্য কাউকে। রকি'র মন মরা হয়ে গেল। তবু রেখাকে ভালবাসার কথা বলবে, না হলে হয়ত রেখা হাত ছাড়া হয়ে যাবে,অন্য কাউকে ভালবেসে ফেলবে।রেখাও রকিকে আড় চোখে তাকিয়ে দেখে।রকিকে আজ একটু বেশি সুন্দর লাগছে, রকিও একটু অন্যরকম সাহেবি পোশাকে নিজেকে সাজিয়েছে।রেখাও রকিকে মনে মনে ভালবাসে কিন্তু কখনো নিজে থেকে বলেনি।যদিও তারা একই ক্লাসে পড়ে তার পরেও কেমন যেন ওদের ভিতরে অন্যরকম ভয় কাজ করে।যদি রকি রেখাকে ভাল না বাসে,রেখা রকিকে ভাল না বাসে। সম্পর্ক নষ্ট হবে তাই।রকি একটু এগিয়ে রেখা কেমন আছ? রেখা ভাল আছি।তুমি? রকি ভাল তবে একটু সমস্যা আছে।রেখা কি সমস্যা? রকি আমি একজনকে ভালবাসি কিন্তু বলতে পারছিনা।রেখা ভাবে আমি ছাড়া অন্য কেউ নয়তো মেয়েটা রেখা আনমনা হয়ে ঠায় দাড়িয়ে রইল।রকি এই রেখা এসো।আসছি হটাৎ কেমন জানি খারাপ লাগতেছে। কেন কি রকম লাগতেছে বল। না বলবনা চল রকি হাটতে হাটতে তোমার প্রেম কাহীনি শুনব।রকি রেখা তুমি কাউকে ভালবাস? হুম আমিও একজনকে ভালবাসি ভাবছি সে আমাকে ভালবাসে কিনা? এই রেখা বল বল কে সে।দেখাবি তো।রকি ভিতরে ভিতরে রেখার মত জ্বলছে,তবুউ কিছু বলতে সাহস হচ্ছেনা কারণ রেখা যদি অন্য কাউকে ভালবাসে। দু'জন কিছুক্ষন নিরব হয়ে রইল কেউ কাউকে কিছু বলছেনা। রেখা নিরবতা ভেঙ্গে রকি আসলে আমি তোমাকে।বল রেখা আমাকে কি? না বলবনা,বল বলছি। না মানে অন্যকাউকে ভালবাসলে তোমাকে খুব মিস করব। রকি তাই! আমার ও তো তাই মনে হয়।রেখা তাহলে চল আমরা দু'জন দু'জনে ভালবাসা বাসি খেলি। সেটা কি ভাবে। রকি বলেই দিল তুমি আমাকে ভালবাসবে,আমি তোমাকে ভালবাসব। তাহলে আমরা কেউ কাউকে হারাবনা। রেখা বল্ল বেশ তাহলে আমাদের সম্পর্কটা কি দাড়াল। রকির সহজ উত্তর প্রেমিক প্রেমিকা।রেখা তার মানে তুমিও আমাকে ভালবাস। হ্যাঁ। রকি আমিও তোমাকে ভালবাসি।আর এভাবেই তুমি আমাকে ভালবাসবে আমি তোমাকে।প্রতি বছর ১৪ই ফেব্রুয়ারি তোমার অপেক্ষায় থাকব। রেখা না শুধু ১৪ই ফেব্রুয়ারি নয় আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষায় থাকব। আর এটাই হবে তোমার প্রতি আমার কাছে আসার এক গল্প,অসমাপ্ত ভালবাসা।রেখা ঠিক ঠিক অসমাপ্ত ভালবাসা।